জনপ্রিয় সিনেমাগুলি ফের মুক্তি পাওয়ার এক উৎসব শুরু হয়েছে যেন! এ দেশের মতো বিদেশও তার ব্যতিক্রম নয়। কয়েকদিন আগেই ভারতের ফের মুক্তি পেয়েছিল 'গদর-এক প্রেমকথা'। আগামী ১ জুলাই জেমস ক্যামেরনের অস্কারজয়ী ছবি 'টাইটানিক' আমেরিকা ও কানাডার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। যদিও নেটফ্লিক্সের এই ঘোষণার মধ্যেও প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মধ্যে। দিনকয়েক আগেই টাইটানিক দেখতে গিয়ে ডুবে গিয়েছিল 'টাইটান'। তা নিয়ে হইচই শুরু হয়েছিল বিশ্বজুড়ে। যা এখনও অব্যাহত। এর মধ্যেই নেটফ্লিক্সের এই ঘোষণায় 'বাজার ধরা'র ইঙ্গিত পাচ্ছে নেটিজেনরা।
উল্লেখ্য, ডুবোজাহাজ টাইটানে থাকা ৫ জন যাত্রীই এক ভয়াবহ বিস্ফোরণের পরে মৃত্যুবরণ করেন। আটলান্টিক মহাসাগরের তলায় প্রায় ৪ কিলোমিটার নিচে মাটিতে পড়ে থাকা ভেঙে পড়া টাইনটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়েছিলে তাঁরা।