২৪ বছরের জন্মদিন বলে কথা, একটু স্পেশাল তো বটেই, বিশেষ দিনেই স্পেশাল মানুষের কথা জানিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ তিয়াসা (Tiyasha Lepcha)। ঘরভর্তি উপহারের মধ্যে কোনটা প্রেমিকের দেওয়া, তা অবশ্য খোলসা করেননি।
১৬ অগাস্ট জন্মদিন হলেও তিন দিন ধরে চলছে উদযাপন, একদিনের স্টুডিও পাড়ার বন্ধু, একদিন পরিবার, এভাবে ভাগ করে করে সময় দিচ্ছেন সকলকে।
Shahrukh Khan: ছেলে আব্রাহামের ইচ্ছেতেই মন্নতে উড়ল তেরঙ্গা, পরিবারের সঙ্গে স্বাধীনতা উদযাপন শাহরুখের
এবারের জন্মদিন অবশ্যই স্পেশাল, জীবনে এসেছে মনের মানুষ। চার বছর আগে বিবাহবিচ্ছেদ হয় তিয়াসার, কিছুদিন ব্রেক নিয়ে ফিরেছিলেন টেলিভিশনে।
পর্দায় বেশ হিট জুটি বাংলা মিডিয়ামের নীল-তিয়াসার ছবি, কিন্তু মনের মানুষের পরিচয় অবশ্য গোপনই রেখেছেন তিয়াসা।