ক্যালেন্ডারের পাতা বলবে, সময় থাকে বয়ে যাওয়ার জন্যই। আর মন বলবে, বয়স, থেমে থাক। দুয়ের দ্বন্দ্ব থামবে না। তবে মনের বয়স চাইলেই থামিয়ে রাখা যায় বৈকি! মনের মধ্যে একটা আস্ত শৈশব ধরে রাখলেই যায়! শিশু দিবসের দিনে সেই শৈশবটুকুই মনের মধ্যে ঝালিয়ে নিলেন টলি তারকারা।
নোটারি ছবির শুটিং-এর কিছু দৃশ্য পরমব্রত ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। শিশু অভিনেতাদের কেউ ঘাড়ে চাপছে, কেউ বা খাস আড্ডা দিচ্ছে অভিনেতার সঙ্গে। কচিকাঁচাদের সাহচর্যই অভিনেতা সবচেয়ে বেশি উপভোগ করেন, জানিয়ে দিলেন আরও একবার।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ছবি শেয়ার করেছেন মেয়ে শাহিদার সঙ্গে। ছবির ক্যাপশনে লিখেছেন, মেয়ে তাঁকে শুধু মাতৃত্ব দেয়নি, নতুন করে ছেলেবেলার দিন ফিরিয়ে দিয়েছে।
ছোট্ট ইউভানের মিস্টি ছবি পোস্ট করে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি শেয়ার করলেন 'দোস্তজী' ছবির দুই শিশু অভিনেতার সঙ্গে।