বড় পর্দার পর এবার ওটিটিতে (OTT) দেখা যাবে অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। সৌজন্যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ (ZEE5)।
দিন ছয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছিলেন, রোম্যান্স... ড্যান্স... ঢিসুম-ঢিসুম... এরপর কী?
উত্তর আসছে। স্টে টিউনড! যে পোস্ট দেখে অনুরাগীদের বুঝতে বাকি ছিল না তাঁদের নতুন কিছু উপহার দিতে চলেছেন অঙ্কুশ। এরপরেই প্রকাশ্যে আসে অঙ্কুশের ওটিটিতে কাজের কথা। রবিবার নিজের ইন্সস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে একথা অনুরাগীদের নিজেই জানিয়েছেন অঙ্কুশ।
পরিচালক নির্ঝর মিত্রর নতুন ওয়েব সিরিজ শিকারপুর (Shikarpur)। রহস্য রোমাঞ্চে ভরপুর এই ওয়েব সিরিজেই কেষ্টর চরিত্র দেখা যাবে অঙ্কুশকে, আর কেষ্টর প্রেমিকা গ্রামের চুমকি। তাঁর ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেনকে। নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার।
আরও পড়ুন- যশ অতীত ! অন্য কারও প্রেমে পাগল নুসরত জাহান ?
অঙ্কুশ জানিয়েছেন, ওটিটি প্লাটফর্মের অফার তাঁর কাছে আসলেও, চিত্রনাট্য তাঁর মনের মতো হচ্ছিল না। সেই কারণেই সে ওটিটিতে অভিনয় করেননি। কিন্তু নির্ঝরের গল্পটা শোনার পর আর না বলেননি অঙ্কুশ। কারণ এমন একটা কেষ্টরই খোঁজে ছিলেন অঙ্কুশ।