বৃহস্পতিবার ভোরে টালিগঞ্জের কুঁদঘাট এলাকার এসকে মুভিজের গোডাউনে ভয়াবহ আগুন লাগে।কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে গোডাউনটি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই খবরে টলিপাড়ার অনেক শিল্পীর মনই ভারাক্রান্ত। প্রযোজনা সংস্থার পাশে দাঁড়ালেন সেলেবদের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন অনেকেই।
এসকে মুভিজের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক রিংগো অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ ভিডিও পোস্ট করে লিখলেন, খুবই দুঃখের খবর। বাংলা সিনেমার জন্য খুব বড় ক্ষতি। পরিচালক অয়ন চক্রবর্তীও ফেসবুকে পোস্ট করে হিমাংশু ধানুকা, অশোক ধানুকা ও অসংখ্য টেকনিশিয়ানের পাশে থাকার বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে খবর। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫ টি ইঞ্জিন।
ঘটনাস্থলে সকালেই পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।