আরজি কর হাসাপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনার দু'সপ্তাহ কেটে দিয়েছে। এখনও বিচার পাননি নির্যাতিতা। এবার তাঁর বিচার চেয়ে রবিবাসরীয় সন্ধেয় পথে নামলেন ছোটপর্দার শিল্পীরা।
'টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর' এই স্লোগান সামনে রেখেই রবিবার সন্ধ্যায় টেলিভিশন শিল্পীদের ঢল নামল রাস্তায়। এই মিছিল শুরু হয় সন্ধে ৬টা নাগাদ। মিছিল ইন্দ্রপুরী স্টুডিও থেকে যায় দেশপ্রিয় পার্ক পর্যন্ত।
এদিন টলিপাড়ার একাধিক চেনা মুখকে দেখা যায় পোস্টার হাতে। কারও আবার গলায় ঝলানো পোস্টার। সবার গলায় একটাই স্লোগান, 'বিচার চাই'। প্রতিবাদী মিছিলে ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ শান্তিলাল মুখোপাধ্যায়, অভিনেত্রী তুলিকা বসু, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শ্রুতি, রাহুল, সৌরভ পালোধি প্রমুখ।
শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, 'আরজিকরের ঘটনায় পথে নেমেছেন টলিপাড়ার কলাকুশলীরা। আর্টিস্ট, টেকনিশয়ন, ডিরেক্টর সকলেই যোগ দিয়েছেন এই মিছিলে। আমরা সকলেই এই ঘটনার বিচার চাই। রাজনৈতিক বা অরাজনৈতিক কিছুই জানতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।'
শনিবারও আরজি কর কাণ্ড নিয়ে পথে নেমেছিল টলি তারকারা। বিচারের দাবিতে মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সব শিল্পীদের জমায়েতের আহ্বান করা হয়। জমায়েতে ছিলেন দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়রা।
ছিলেন বর্ষীয়াণ তারকা সুমন্ত মুখোপাধ্যায়, অলকানন্দ রায়, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচীরাও। টালিগঞ্জের কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। একই মঞ্চে দেখা যায় দেব ও রূপা গঙ্গোপাধ্যায়কে।