মাঘ পড়তেই টলিউডে ফের বিয়ের সানাই। এবার গাঁটছড়া বাঁধলেন ‘ইষ্টিকুটুম’এর বাহা ওরফে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। অভিনেত্রী রনিতা দাস ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর পর সুদীপ্তা দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বাহা চরিত্রের মধ্যে দিয়ে। মঙ্গলবার অর্থাৎ ১৭ জানুয়ারি ইন্ড্রাস্ট্রির চেনা মুখের সঙ্গেই নতুন জীবন শুরু করলেন পর্দার বাহা।
পাত্র স্বর্ণশেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। স্বর্ণও পেশায় অভিনেতা। এমনকি সুদীপ্তার হাতেখড়ি তাঁর স্বশুরমশাই পার্থসারথি বাবুর কাছেই। এই মুহূর্তে সুদীপ্তা ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ও সিরিজের কাজ নেই। শীঘ্রই আসছে স্বর্ণশেখর পরিচালিত প্রথম ছবি ‘একলা মেঘ’। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাদের আইবুড়োভাতের ছবি দাপিয়ে বেড়াচ্ছিল। এবার বিয়েটাও সেরে ফেললেন যুগল।