ভাইফোঁটা । ভাই ও বোনেদের জন্য স্পেশ্যাল দিন । ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দেয় বোনেরা । গত কয়েক বছর ধরে ভাইফোঁটার সঙ্গে শুরু হয়েছে বোনফোঁটাও । চলতি বছর ৩ নভেম্বর ভাইফোঁটা উদযাপিত হয়েছে । কাজের ব্যস্ততা ভুলে স্পেশ্যাল দিন ভাই, বোনেদের সঙ্গেই কাটিয়েছেন টলি তারকারাও । কোয়েল, অঙ্কুশ থেকে রাজ, স্বস্তিকা...কেমন হল তারকাদের ভাইফোঁটা সেলিব্রেশন, জেনে নেওয়া যাক
রাজ-শুভশ্রীর বাড়িতে ভাইফোঁটা
রাজ-শুভশ্রীর বাড়িতে প্রত্যেক বছরই ধূমধাম করে ভাইফোঁটার উদযাপন হয় । এবছরও তার অন্যথা হয়নি । দুই দিদির থেকে ফোঁটা নিলেন রাজ চক্রবর্তী । রাজের পরনে নীল কুর্তা । দুই দিদির সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন ।
ইউভানকে প্রত্যেকবার ফোঁটা দেন দুই পিসতুতো দিদি । তবে, এবার ইউভান নিজেই বিগ ব্রাদার । ইয়ালিনির জন্মের পর এটাই প্রথম ভাইফোঁটা। বোনকে কোলে নিয়ে পোজ দিয়ে ছবিও তুলেছে ইউভান । ভাই-বোনেদের স্পেশ্যাল দিনে ইউভান পরেছিল আসমানি রঙের পাঞ্জাবি । আর ইয়ালিনিকে দেখা গেল হলুদ রঙা স্কার্ট আর সাদা ক্রপ টপে ।
তবে, ৩ নভেম্বর কিন্তু চক্রবর্তী পরিবারে ছিল ডবল সেলিব্রেশন । ভাইফোঁটার দিন ছিল শুভশ্রীর জন্মদিনও । দুপুরে ছিল এলাহি আয়োজনও । কাঁসার-থালা বাটিতে সাজিয়ে দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, মাংস, পাঁচ রকম ভাজা, পায়েল-চাটনি-পাঁপড় । আর রাতে কেকে কেটে গ্র্যান্ড সেলিব্রেশনও হয়েছে ।
অঙ্কুশ
ভাই-বোনেদের সঙ্গে জমিয়ে কাটালেন অঙ্কুশ । বোনেদের থেকে ফোঁটাও নিলেন অভিনেতা । ডায়েট ভুলে মিষ্টিও খেয়েছেন অঙ্কুশ । সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ।
কোয়েল
ভাইফোঁটার দিন মল্লিক বাড়িও জমে গিয়েছিল ভাই-বোনেদের আসরে । দাদদের কপালে ফোঁটা দিলেন কোয়েল । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভাইফোঁটার একগুচ্ছ ছবি । এদিন, কোয়েল পরেছিলেন লাল রঙের কো-অর্ড সেট । দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী । কো-অর্ড সেটে বেবি বাম্প স্পষ্ট । কোয়েলের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে কবীরকেও ।
শ্রাবন্তী
ভাইফোঁটা দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও । নিজের ভাই নেই অভিনেত্রীর । তবে, সারাবছর তাঁর সঙ্গে যাঁরা থাকেন সহযোগী হিসেবে, তাঁদেরই ফোঁটা দিলেন শ্রাবন্তী । সাদা সালোয়ারে দেখা গিয়েছে নায়িকাকে । ছবি পোস্ট করে ভাইফোঁটার শুভেচ্ছাও জানান শ্রাবন্তী ।
বিক্রম
আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিক্রম চট্টোপাধ্যায় রাখি সেলিব্রেট করেননি । তবে, ভাইফোঁটা ঘরোয়াভাবেই সেলিব্রেট করেছেন অভিনেতা । সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন । বোনের সঙ্গে ছোটবেলার মিষ্টি ছবিও শেয়ার করেছেন । শুধু তাই নয়, ভাইফোঁটার দিন বিক্রমের জন্য দিদি নিজের হাতে বানিয়েছিলেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেনও । দাদা-র ফেভারিট পদ বলে কথা, এটুকু তো আয়োজন করবেই দিদি ।
ঋদ্ধিমা
এবারের ভাইফোঁটাও ভাইয়ের সঙ্গে কাটানো হল না অভিনেত্রী ঋদ্ধিমার । আসলে বিদেশে থাকেন ঋদ্ধিমার ভাই । তাই অনলাইনেই ভাইফোঁটা সারেন অভিনেত্রী ।
স্বস্তিকা দত্ত
ভাইফোঁটা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্তও । গত কয়েক বছর ধরে ফ্যাশান ডিজাইনার অভিষেক রায়কে ভাইফোঁটা দেন স্বস্তিকা । এবারও তার অন্যথা হয়নি । লাল সাদা সুতির শাড়িতে সেজেছিলেন স্বস্তিকা । অভিনেত্রী জানিয়েছেন, অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক রক্তের সম্পর্ক নয় । ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ত । সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'দাদা যেন ভাল থাকে' ।
বেশ ধূমধাম করেই ভাইফোঁটা পালন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায় । তবে, এবার ভাইফোঁটা হয়নি । কাজের সূত্রে দু'জনেই দূরে রয়েছেন । তাই এবার ফোঁটা হচ্ছে না বলে আগেই জানিয়েছিলেন পল্লবী ।
এছাড়া, ভাইফোঁটায় ছবি শেয়ার করেছেন জীতু কমল । অভিনেতার বাড়িতেই হয়েছে ভাই ফোঁটার অনুষ্ঠান । ফোঁটা দিলেন তাঁর অভিনেত্রী বোন শোভনা ভুঁইয়া। তবে, নিজের বোন নয় । ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতু লেখেন,'ভাতৃদ্বিতীয়া'। শোভনা দারুণ গিফটও পেয়েছেন জীতুর কাছ থেকে ।
ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন কৌশানী মুখোপাধ্যায়, সৌরসেনী, দর্শনা, সৌরভ, অপরাজিতা আঢ্যরা ।