এবার পুজোতে মিমি-আবীর (Mimi-Abir) জুটি নিয়ে আসছে নন্দিতা-শিবপ্রসাদ, সেখবর আগেই প্রকাশ্যে এসেছিল । এবার তাঁদের নতুন সিনেমার নাম ঘোষণা হল । সকাল সকাল মিমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনেমার নাম ও পোস্টার প্রকাশ্যে আনলেন । সিনেমার নাম হল রক্তবীজ (New Movie Raktabij) । জানা গিয়েছে, একেবারে বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন নন্দিতা-শিবপ্রসাদ ।
পোস্টারে দেখা যাচ্ছে রক্তজবার মতো কোনও ফুল, যাতে আগুন জ্বলছে । সিনেমার নেপথ্যে থাকছে একটা বাস্তব ঘটনা । ২০১৪ সালে ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে জানা গিয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। শিবপ্রসাদ আনন্দবাজারকে জানিয়েছেন, ওইদিন কী ঘটেছিল, সেটা সবাই জানে । কিন্তু, কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি হল তাঁদের সিনেমা 'রক্তবীজ' ।
ছবিতে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী । এছাড়াও দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, সত্যম চৌধুরী, অনসূয়া মজুমদার-সহ অন্য অভিনেতাদের । আগামী ১৫ মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হবে ।