'শিবপুর' ছবি ঘিরে বিতর্ক থামার নাম করছে না৷ এবার নতুন জট। ছবির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নগ্ন ছবির নমুনা দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলে ইম্পায় অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর প্রযোজকদের নিয়ে ডাকা একটি ইম্পার বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় এই ছবি থেকে প্রযোজক হিসেবে সন্দীপের নাম সরিয়ে দিয়েছেন।
এখানেই শেষ নয়। অজন্তার দাবি, পুরো বিষয়টিই ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যের ‘কারসাজি’তে হয়েছে। ৫ মে মুক্তি পেতে চলা শিবপুর ছবির প্রযোজকদের দাবি ছিল, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারের অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সেই কারণেই এই হুমকি। শুধু তা-ই নয়, প্রযোজক সন্দীপ সরকার মেল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন। এক জন আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন বলেও ছিল অভিযোগ।