শনিবাসরীয় বঙ্গে, প্রয়াত আরও এক উত্তম কুমারের নায়িকা। মারা গেলেন অঞ্জনা ভৌমিক। বর্ষীয়ান অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৯ বছর। এদিন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘চৌরঙ্গীর’ সুজাতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্তের শ্বাশুড়ি।
সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়দের মাঝে ৬০-৭০ এর দশকে এক নতুন মুখ খুঁজে পেয়েছিল বঙ্গ সিনেমা। উত্তম কুমারের পাশে, বাঙালি দেখেছিল অঞ্জনা ভৌমিককে। উত্তরবঙ্গের কোচবিহারের এই মেয়ে, তাঁর সাবলীল অভিনয়ে মন কেড়েছিলেন ‘নায়িকা সংবাদ’, ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গীর’ মতো সিনেমায়।
১৯৬৬ সালে উত্তমকুমারের সঙ্গে তাঁর প্রথম ছবি ‘রাজদ্রোহী’, এরপর একাধিক সিনেমায় মহানায়কের নায়িকা ছিলেন তিনি। ১৯৬৭ সালে মুক্তি পায় ‘মহাশ্বেতা’, সেই প্রথম অঞ্জনার বিপরীতে সৌমিত্র।