বলিউডে যেন বিয়ের মরসুম । সদ্য বিয়ে সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) । পিছনে নেই টলিউডও । লাল টুকটুকে বেনারসি, হাতে শাখা-পলা পরে এবার সুখবর দিলেন পঞ্চমী ওরফে নায়িকা সুস্মিতা দে-ও (Susmita dey) ! সদ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা ।
সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন সেখানে তাঁকে গা ভর্তি গয়না, শাঁখা পলা, মুকুট, বেনারসি শাড়ি, অর্থাৎ পুরো কনের বেশে দেখা গিয়েছে । পাশে দাঁড়িয়ে তাঁর জীবনের স্পেশ্যাল মানুষ । সাদা টিশার্ট আর লাল প্যান্ট পরে দেখা গেল অনির্বাণকে । ক্যাপশনে আবার নিজেই লিখেছেন, 'ব্যাপার কী !' তাহলে কি চুপিসাড়েই বিয়ে সেরে ফেললেন দু'জনে ?
আরও পড়ুন, Tele Serial Neem Phuler Madhu : আদালতে পর্ণা-সৃজন, ডিভোর্স হয়ে যাবে দু'জনের ?
না, সেরকম আদৌ কোনও ঘটনা ঘটেনি । এটা শুধুমাত্র ফটোশুট ছাড়া কিছু নয় । কিছুদিন আগে একই সাজে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুস্মিতা । সেখানেও তাঁর পাশে অনির্বাণকে দেখা গিয়েছিল ।
সদ্য শেষ হয়েছে ধারাবাহির পঞ্চমী । এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে একাধিক ছবি, ভিডিয়ো পোস্ট করতে দেখা যাচ্ছে নায়িকাকে । কবে, তাঁকে আবার ধারাবাহিকে দেখা যাবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা ।