শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পুজোর ছবি রক্তবীজের (Roktobeej) ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই, তুমুল আলোচনা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন একেবারে অন্য ধারার ছবি আনছেন পরিচালকদ্বয়। ২০১৪ সালে গান্ধী জয়ন্তীর দিন ছিল মহাষ্টমী। খাগড়াগড়ে একটি দোতালা বাড়িতে আরডিএক্স ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ছবির মূল গল্প এগোবে এই ঘটনাকে ঘিরেই। এবার ছবির ট্রেলার শেয়ার করে পুরো টিমের পিঠ চাপড়ে দিলেন বিগবি অমিতাভ বচ্চন। তরণ আদর্শ, কোমল নাহাতাদের মতো বলিউডের তাবড় সেলেবরাও প্রশংসা করেছেন ট্রেলারের।
Susmita Dey : লাল টুকটুকে বেনারসি, মাথায় টোপর, বিয়ে সারলেন 'পঞ্চমী' ?
মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় অভিনীত পাওয়ারপ্যাক অ্যাকশনে মোড়া রক্তবীজের ট্রেলারে আভাস পাওয়া গিয়েছে ছবির রোমাঞ্চের। রাষ্ট্রপতির চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। SP বর্ধমান সংযুক্তা মিত্রের ভূমিকায় মিমি। ছবি মুক্তি পাবে আগামী ১৯ শে অক্টোবর।