মহানায়ক উত্তম কুমারের ৪৩ তম প্রয়াণদিবসে রাজ্য সরকারের তরফে আয়োজিত অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এদিন পুরস্কার গ্রহণ করেছেন টলিউডের একঝাঁক তারকা। লিস্টে ছিলেন অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য-ও (Anirban Bhattacharya)। কিন্তু তাঁর ছবি প্রকাশ্যে আসতেই রেরে করে উঠল নেটিজেনদের একাংশ৷ দুদিন আগে যেই মুখ্যমন্ত্রীকেই দায়ি করেছিলেন অভিনেতা, তাঁর হাত থেকেই পুরস্কার?
অভিনেতার বিরুদ্ধে কেউ কেউ আঙুল তুলছেন দ্বিচারিতার। তবে এ নিয়ে তর্কে যেতে রাজি নন অভিনেতা। তাঁর কাছে এতে ভণ্ডামির কিছু নেই৷ বরং মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া গর্বের বলেই জানিয়েছেন অভিনেতা। এরসঙ্গে তাঁর পূর্বের সইয়ের সিদ্ধান্তের কোনও যোগ নেই বলেই জানান তিনি।
একটু খোলসা করে বলা যাক। আসলে গত ২০ জুলাই, পঞ্চায়েত হিংসায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন বাংলার বুদ্ধিজীবী মহল। খোলা চিঠিতে রাজ্যের পরিস্থিতির জন্য তৃণমূল সুপ্রিমোকেই দায়ি করেছিলেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। সেই চিঠিতে সই ছিল অনির্বাণেরও। এরপর সরকারি মঞ্চে অভিনেতাকে দেখেই দানা বাঁধে বিতর্ক।