শিক্ষক দিবসের সকালে আচমকা সকলকে চমকে দিয়েছিলেন শিবু নন্দিতার জুটি। জিজ্ঞেস করেছিলেন 'বলছি একটু দাঁত মাজবেন?' সেই সময় এই কথার মানে ধরতে পারেননি অনেকেই। এবার উত্তর দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা৷ বাংলা সিনেমায় পুরুষ ‘আইটেম ডান্সার’! রক্তবীজের আইটেম গানেই কোমর দুলিয়েছেন অঙ্কুশ ,শনিবার প্রকাশ্যে এল গান।
‘গোবিন্দ দাঁত মাজে না’! এই লাইনেই এগিয়েছে গান। পুজোতেই বড়পর্দায় আসছে আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘রক্তবীজ’। কিন্তু এমন একটা গম্ভীর প্লটের ছবির সঙ্গে ‘দাঁত মাজার’ কী সম্পর্ক থাকতে পারে তা নিয়ে তৈরি হয়েছিল নানা ধন্দ। এবার গান প্রকাশ্যে আসতেই পরিস্কার হল সবটা।