অঙ্কুশের লুক দেখে চমকে উঠেছিলেন দর্শকেরা। হাসান চরিত্রে আসন্ন ছবি ‘কুরবান’ -এ দেখা যাবে অভিনেতাকে। হিজলের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। ছবিতে দেখা যাবে বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প। যেখানে আব্বা, আম্মা, মাসি, বউ বাচ্চা নিয়ে সুখের সংসার হাসানের। কিন্তু, হঠাৎই তাঁদের জীবনে ঝড় ওঠে, যা এক লহমায় সবকিছু ভাঙতে শুরু করে । সেই ঝড়ের আভাস মিলল ‘কুরবান’ এর ট্রেলারে।
New Web Series : রহস্যময় চিত্রশিল্পী, একের পর এক মৃত্যু...আসছে টোটা-র নতুন ওয়েব সিরিজ পিকাসো
আগামী ২৪ নভেম্বর ভারত এবং বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। ছবিতে অঙ্কুশ প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সহ একাধিক দাপুটে অভিনেতারা।