মির্জা-র শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা, বিছানায় আধ শোয়া অবস্থায় ছবি তুলে পোস্ট করেন অঙ্কুশ। মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। এই পোস্টের পরেই, কেউ কেউ অভিনেতাকে নিয়ে কটাক্ষ করতেই ছাড়েননি।
এবার তারও জবাব দিলেন অঙ্কুশ, ‘আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেক টা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফু ই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্যে।’ এরপর যদিও অঙ্কুশ খানিক ছলনা করেই বলেন , এটা মির্জা না অঙ্কুশের এর বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।
Alia Ranbir: রাহার দেখা বছরের প্রথম সূর্যোদয়, আলিয়াকে চুমু রণবীরের, এভাবেই শুরু হল 'রণলিয়া'র ২৪
উল্লেখ্য, ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে মির্জার শ্যুটিং। অঙ্কুশের প্রযোজনায় প্রথম তৈরি হচ্ছে এই ছবি । সুমিত সাহিলের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। ২০২৪ সালে ইদে মুক্তি পেতে পারে সিনেমা ।