শৈবাল মুখোপাধ্যায়ের কুরবান ছবিতে জুটি বাঁধছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার। জীবনে নানা ওঠাপড়ায় মানুষকে কী কী করতে হয় তা নিয়েই এগোবে ছবির গল্প। একজন মুসলিম গৃহবধূর ভূমিকায় প্রিয়াঙ্কা। গল্পে তার নাম হিজল। অঙ্কুশ অভিনয় করছেন হাসানের চরিত্রে। হাসান হিজলের সংসারে কী কী বিপদ হয়, তাও দেখা যাবে কুরবান ছবিতে। এবার প্রকাশ্যে এল অঙ্কুশ এবং প্রিয়াঙ্কার ফার্স্ট লুক।
Bhanu Bandyopadhyay: 'যমালয়ে জীবন্ত ভানু', আসছে ভানুর বায়োপিক, প্রকাশ্যে এল পোস্টার
একেবারে সাদামাটা গ্রাম্য সাজে প্রিয়াঙ্কা, অঙ্কুশের পরনে ঢিলেঢালা পোশাক। মুখ ভরা দাঁড়ি গোঁফ। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প দেখ যাবে এখানে। গ্রামীণ প্রেক্ষাপটে মনুষ্যত্বের এক অন্য দিক ফুটে উঠবে ছবিতে।