কাজে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, কিন্তু তার আগেই বিমানবন্দরে রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী। একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এয়ারলায়েন্সের এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যান অভিনেত্রী।
Michael Jackson : বিতর্কিত জীবন, খ্যাতি, মৃত্যু- আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
এই ভিডিয়ো পোস্ট করে তৃণা লেখেন, ”এই ভিডিওটা খুবই ছোট্ট একটা প্রমাণ। স্পাইজজেট কীভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ৫ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল। বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণা নেই। ক্ষমাও চাননি তাঁরা। উলটে স্পাইসজেটের এক কর্মী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই ধরনের আচরণ কি সত্যিই কাম্য?” তৃণা জানতে চেয়েছেন এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।