প্রথমে মালা বদল । তারপর হল সিঁদুরদান । বিশ্বনাথ বসুর (Biswanath Basu) বিশেষ দিনের সাক্ষ্মী থাকলেন সোহিনী সরকার, জোজোর মতো টলি তারকারা । ভাবছেন, পর্দার বিয়ের কথা হচ্ছে ? না, এ মালাবাদল হয়েছে বাস্তবেই । ১৪ বছরের জীবন সঙ্গিনীর গলাতেই পরিয়ে দিলেন বরমালা । মালাবদল হল দু'জনের । আসলে,সম্প্রতি, বিবাহিত জীবনের ১৪ বছর পূর্ণ করেছেন বিশ্বনাথ-দেবিকা (Biswanath Basu anniversary) । সেই বিশেষ দিনের উদযাপনেই আবারও বিয়ে করলেন দু'জনে ।
বিশ্বনাথের ১৪ বছরের বিবাহবার্ষিকীতে ছিলেন সঙ্গীতশিল্পী জোজো (Jojo Mukherjee) । পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়েই ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান করেন অভিনেতা । জোজোই বিশ্বনাথ-দেবিকার বিশেষ দিনের বিশেষ মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে । সেখানেই দেখা গেল বিশ্বনাথ ও দেবিকার মালাবদল । অভিনেতার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি । শাড়িতে সেজেছিলেন দেবিকা। গুনে গুনে তিনবার মালাবদল করেন দু’জনে । সেইসময় জোজোকে একলাইন গাইতেও শোনা যায় । সঙ্গে আবার উলুধ্বনি । মালাবদলের পর হয় সিঁদুরদান । এরপর কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করেন তাঁরা । বাবা-মায়ের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় দুই ছেলে রোদ্দুর ও গ্যাডিকে । জোজো ছাড়াও সেলিব্রেশনে সামিল হয়েছিলেন টলি অভিনেত্রী সোহিনী সরকার ।
আরও পড়ুন, Aryan Khan: বাবার হাত ধরেই বলিউডে আরিয়ান, ছেলের প্রথম কাজ দেখার জন্য তর সইছে না শাহরুখ-গৌরীর
বিবাহবার্ষিকীর দিন সকালে স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা জানান । তিনি লেখেন, "চোদ্দ বছর অতিক্রান্ত, ভাল থাকো দেবিকা । রোদ্দুর আর গ্যাডি-কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ "। এই মুহূর্তে বিশ্বনাথকে দেখা যাচ্ছে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে পর্ণার বাবার চরিত্রে । একইসঙ্গে 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি' ধারাবাহিকে বোধির বাবা হয়েছেন তিনি । এছাড়া, একাধিক সিনেমার কাজও তাঁর হাতে রয়েছে ।