এখন সব লাভলি চলছে। কে বললেন এ কথা ? আর কাকেই বললেন ? শোনা যাচ্ছে রাজ্যের প্রাক্তনমন্ত্রী মদন মিত্রে সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'ওহ লাভলি' নিয়েই একথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভায় মদনের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। তখনই হেঁসে মদনকে একথা নাকি জানিয়েছেন মমতা।
একদিকে গদর-২। অন্যদিকে ব্যোমকেশ। একদিকে অ্যাকশন হিরো সানি দেওল, অন্যদিকে বাংলার সুপার হিরো দেব। এই দুয়ের মাঝেই গত শুক্রবার মুক্তি পেয়েছে বাংলার প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের প্রথম সিনেমা। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে রাজ্যের ৩৫টি সিনামে হলে।
আরও পড়ুন : পাহাড় প্রমাণ কাজের মাঝেও সময় করে বেশ কিছু সিরিয়াল দেখেন মুখ্যমন্ত্রী, জানেন কী কী ?
এই সিনেমার প্রিমিয়ারে হাজির ছিলেন দেব, সোহমের মতো তারকা। অভিনেতা মদন মিত্রকে নিয়ে পরিচালকের দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেশ পাকা অভিনেতা। সিনেমায় নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছে কামারহাটির বিধায়ক। চরিত্রের নাম সুবিমল রায়। তিনি জানিয়েছেন, ইচ্ছা আছে রাজ্যের বেশ কয়েকটি হলে গিয়ে এই সিনেমা দেখার। 'ওহ লাভলি'- হিট হোক তা চান মদনও।