আজ থেকে ১১ বছর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক সুমন মৈত্রের লাভ থ্রিলার ‘দশমী’ ছবিটি। নতুন জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত এবং কোয়েল মল্লিককে (Koel Mallick) দেখে মুগ্ধ হয়েছিলেন সিনেপ্রেমীরা। ছবির গল্প, গান, সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। শোনা যাচ্ছে ফের পরিচালক এই ছবির সিক্যুয়েলের পরিকল্পনা করছেন। তবে এবারেও প্রধান চরিত্রে ইন্দ্রনীল এবং কোয়েলই থাকবেন কী না, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি পরিচালক। পরের বছর পুজোয় এই ছবি আসতে পারে।
Mr. Kolketa: 'এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা', মিস্টার কলকেতা ঋত্বিক, আসছে নতুন সিরিজ
এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় পরিচালকের আসন্ন ছবি ‘আবার অরণ্যের দিনরাত্রি’, এটি তিনজন বান্ধবীর গল্প। রোড ট্রিপে গিয়ে তিন বান্ধবীর সঙ্গে কী কী ঘটল তা নিয়েই এগোবে গল্প। তবে এর সঙ্গে সত্যজিৎ রায়ের ছবির কোনও মিল নেই বলেও জানিয়েছেন পরিচালক।