পূর্ব মেদিনীপুরে কাঁথিতে আটক ছিলেন শহরের বেশ কিছুজন মিউজিশিয়ান ও সাউন্ড আর্টিস্ট। এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন লোপা, ইমনরা। অভিযোগ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রী দেবশ্রী রায়ের। কিন্তু তিনি পৌঁছননি। অভিযোগ উঠেছিল টাকা নিয়েও তিনি শো-এ যাননি। অনেকাংশের কথায়, সেই কারণেই আটকে রাখা হয়েছিল সঙ্গীত শিল্পীদের। অবশেষে অভিযোগের পালটা মুখ খুললেন অভিনেত্রী।
Shibpur: স্বস্তিকাকে হুমকি, 'শিবপুর' ছবি থেকে থেকে সরছেন অভিযুক্ত প্রযোজক, আঙুল উঠছে পরিচালকের দিকেও
দেবশ্রী জানান, তিনি দুঃখ পেয়েছেন । এত বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারপরেও তাঁর নামে এমন অপবাদ শুনে আহত হয়েছেন তিনি । তাঁর কথায়, " দেবশ্রী রায়ের তো এমন পরিচয় নয় যে, টাকা নিয়ে সে পালিয়ে যাবে। শিল্পী হিসাবে আমি দুঃখ পেয়েছি। ওদের ছাড়ানোর জন্য আমি হাত গুটিয়ে বসেছিলাম না।”
দেবশ্রীর দাবি, তিনি কাঁথি অবধি পৌঁছেছিলেন। যেই অর্গানাইজেশনের হয়ে তিনি যাচ্ছিলেন, তাঁর কথাতেই নাকি দু'ঘণ্টা অন্ধকার রাস্তায় অপেক্ষা করার পর গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যান তিনি। গোটা ঘটনায় তাপস দাস নামে এক ব্যক্তির উপর আঙুল তোলেন অভিনেত্রী। তাঁর অনুষ্ঠানে আগেও অভিনেত্রীকে সমস্যায় পড়তে হয়েছিল বলে জানান৷