৬ বছর চুটিয়ে প্রেম, তারপর ৫ বছরের বিবাহিত জীবন । এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন রণবীর সিং-দীপিকা পাডুকোণ । মাঝে আবার তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জনও নিয়ে কম জল্পনা হয়নি । সেসব কথা এখন অতীত । তবে,অনেকরই কৌতূহল, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কী ভাবছেন বি টাউনের কাপল ? সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেই বিষয়েই মুখ খুলেছেন দীপিকা পাডুকোণ । মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি । জানিয়েছেন রণবীরের মনের কথাও ।
ভগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন,তাঁরা দু’জনেই বাচ্চা ভালবাসেন এবং তাঁরাও ফ্যামিলি কবে শুরু করবেন, সেই দিনের জন্য অপেক্ষা করছেন । একইসঙ্গে বেশ কিছু মূল্যবোধ নিয়েও আলোচনা করেছেন তিনি, যা তাঁর ভবিষ্যত সন্তানরা তাঁদের কাছ থেকে গ্রহণ করবে বলে আশা দীপিকার ।
অভিনেত্রী বলেন, 'আমি যখন কাকা-কাকি, পরিবারের কোনও সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাড়িতে কেউ আমাকে সেলেব বলে মনে করে না। সেখানে আমি কারও মেয়ে, কারও দিদি। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।'