দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জুটির ম্যাজিক ফের দেখা যাবে 'কাছের মানুষ' (Kacher Manush) সিনেমায় । এ খবর আগেই প্রকাশ্যে এসেছে । কলকাতার (Kolkata) অলিগলিতেই শুটিং হবে সিনেমার । আর এই শুটিং নিয়ে কলকাতার মানুষের কাছে বিশেষ অনুরোধ করলেন দেব ও প্রসেনজিৎ ।
কী সেই অনুরোধ ? ‘কাছের মানুষ’ টিমের পক্ষ থেকে দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন । সেখানেই তাঁরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কলকাতার বিভিন্ন জায়গায় 'কাছের মানুষ'-এর শুটিং শুরু হবে । কয়েক জায়গায় শুরুও হয়েছে শুটিং । তাই কলকাতাবাসীকে তাঁদের অনুরোধ, "শুটিং চলাকালীন যদি ছবি ক্লিক করেন, তাহলে দয়া করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করবেন না । তাহলে আমাদের ছবি তৈরির উদ্দেশ্য বৃথা হয়ে যাবে ।" সিনেমা মুক্তি পাওয়ার সময় ছবিগুলি সোশ্যাল মিডিয়া শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তাঁরা ।
আরও পড়ুন, Dev: ৪০ কেজি ওজন কমিয়ে কলেজ পড়ুয়ার চরিত্রে দেব, নতুন গল্প শোনাতে ২৯ এপ্রিল আসছে 'কিশমিশ'
'কাছের মানুষ' ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। দেব ও প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন ইশা সাহা (Isha Saha)। গতবছর মহালয়ায় প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার । এই বছর পুজোর সময় মুক্তি পেতে পারে এই সিনেমা ।