এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল, ছিপছিপে চেহারা, পরনে হাফ প্যান্ট, চোখে গোল ফ্রেমের চশমা। চিনতে পারলেন না তো? আসলে দেবকে(Dev) এই চেহারায় দেখে প্রথমে চিনতে পারেননি স্বয়ং পরিচালকও। নতুন ছবি 'কিশমিশ'-এর জন্য দেব(Dev) নিজের ওজন ঝরিয়ে ফেলেছেন প্রায় ৪০ কেজি। অবিশ্বাস্য মনে হলেও যা সত্যি।
জানা গেছে, 'গোলন্দাজ'-এর শুটিং শেষ হওয়ার পর পরিচালক রাহুল মুখোপাধ্যায়(Rahul Mukhejee) তাঁর প্রথম ছবি 'কিশমিশ'-এর চিত্রনাট্য শোনান মুখ্য চরিত্র দেবকে(Dev)। গল্প অনুযায়ী চার রকমের চেহারা দেখা যাবে এই তারকা অভিনেতাকে। যার মধ্যে রয়েছে একটি কলেজ পড়ুয়া লুক। কিন্তু সেখানেই সমস্যা হয়ে দাঁড়ায় দেবের ওজন। কিন্তু ১১০ কেজি ওজনের দেবকে কখনই কলেজ পড়ুয়া চরিত্রে মানাতো না। অগত্যা পরিচালকের 'অন্য কাউকে' খোঁজার হুঁশিয়ারিতে দেব কিছুটা সময় চেনেন রাহুল মুখোপাধ্যায়ের কাছে। তারপর ঠিক দেড় মাসের মধ্যে প্রায় ৪০ কেজি ওজন কমিয়ে একেবারে ছিপছিপে তরুণ 'টিনটিন' হিসেবে পরিচালকের অফিসে দেখা করেন দেব(Dev)। যা দেখে তাজ্জব বনে যান পরিচালক রাহুল মুখোপাধ্যায়(Rahul Mukherjee)।
জানা গেছে, ওজন কমানোর জন্য প্রচুর কসরত করতে হয় তারকা অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে। পরিচালকের কথায়, সেদ্ধ খাবার ছাড়া কিছুই খেতে না দেব। হয় সেদ্ধ(Boiled) খাবার, নয়তো প্রোটিনসমৃদ্ধ ডায়েট(Diet)। ওজন কমাতে হবে বলে জিম(Gym) করা অব্দি ছেড়ে দিয়েছিলেন এই তারকা অভিনেতা। বদলে চলত হালকা শরীরচর্চা(Physical Exercise) আর যোগব্যায়াম।
আরও পড়ুন- Prosenjit- Rituparna : বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ভ্যালেন্টাইন্স ডে-তে বড় ঘোষণা বুম্বাদার !
তবে 'কিশমিশ' ছবিতে শুধু দেব নয়, রয়েছেন রুক্মিণীও। এছাড়া কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta), খরাজ মুখোপাধ্যায়(Kharaj Mukherjee), অঞ্জনা বসু(Anjana Basu), যীশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Srabanti), পরাণ বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা(Ankush) সহ আরও অনেক তারকা। গানের দায়িত্ব পেয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়। গান গেয়েছেন অরিজিৎ সিং(Arijit Singh), নিকিতা গান্ধী(Nikita Gandhi), শুভজিৎ পান, পাপন(Papon)। ক্যামেরার দায়িত্বে রয়েছেন মধুরা পালিত(Madhura Palit)। ছবিটির শুভমুক্তি ২৯ এপ্রিল।