ডোমকলের ভগীরথপুরের দুই খুদে আশিক (Ashik Shaikh) আর আরিফ (Arif Shaikh) গ্রামের বাইরে পা-ই রাখেনি অথচ জয় করে ফেলেছে গোটা বিশ্বের মন। প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee) পরিচালিত ছবি ‘দোস্তোজি’ (Dostojee) গত নভেম্বর মাসে মুক্তি পায়। ছবির সারল্য মন জিতে নেয় বাংলার দর্শকদের। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত হয়েছে ছবিটি। এবার গোটা বিশ্বের লোক দেখতে পারবে ছবিটি। জানা যাচ্ছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পেতে চলেছে 'দোস্তোজি' ছবিটি৷
Richa Chaddha Ali Fazal: খুনসুটি ভরা ভালবাসা! 'পতিই দেবতা', আলিকে খোঁচা রিচার
‘দোস্তোজি’ ইতিমধ্যেই আন্তর্জাতিক নানা পুরস্কার পেয়েছে।, যার মধ্যে রয়েছে ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কারও। ১৯৯২ সালের সাড়া ফেলে দেওয়া একটি ঘটনা। বাবরি মসজিদ ধ্বংস। তার আঁচ গিয়ে পৌঁছেছিল ভারত-বাংলাদেশ সীমান্তের দূরবর্তী গ্রামেও। সেই গ্রামেরই দুই বন্ধু পলাশ (অভিনয়ে আশিক) এবং সফিকুলের (আরিফ) গল্প ‘দোস্তোজি’।