মা আসছেন । আকাশে-বাতাসে আগমনী সুর । অনুপম রায়ও সুর বেঁধেছেন । পুজোর সুর । দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে নতুন গানের অ্য়ালবাম আনছেন অনুপম (Anupam Roy) । অ্যালবামের নাম ‘গা ছুঁয়ে বলছি’। গানের অ্যালবামে (New Music Album) অভিনয় করতে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় এবং অঙ্গনা রায়কে ।
নতুন গানে থাকছে প্রেমের ছোঁয়া । পুজোর প্রেম, পুজোর ভাললাগা ।অনুপম এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেমের গান । তবে এই অ্যালবামে অন্য স্বাদের অনুপমকে খুঁজে পাবেন শ্রোতারা। লাতিন মিউজিকের মিশেল শুনতে পাবেন । গায়ক আরও জানিয়েছেন, অনেক বছর আগেই এই গান লিখেছিলেন তিনি। সৃজিতের কোনও একটা ছবিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল। কিন্তু হল না বলে পুজোর গান হিসাবেই এই গান প্রকাশ্যে নিয়ে আসার কথা ভেবেছেন তিনি ।
আরও পড়ুন, National Cinema Day: বদলে গেল সিনেমা দিবসের দিন, কবে ৭৫ টাকায় সিনেমা দেখতে পারবেন জেনে নিন
১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে অনুপমের নতুন গানের অ্যালবাম। সারেগামা থেকে মুক্তি পাবে এই অ্যালবাম।গিটার বাজিয়েছেন অমিত দত্ত, এছাড়া তাঁর ব্যান্ডের অন্যান্য সদস্যরা তো রয়েছেনই ।