মুক্তি পেয়েছে মদন মিত্রের (Madan Mitra) অভিনীত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবি 'ওহ লাভলি' (Oh Lovely)। এই ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ‘গদর’ এবং ‘ব্যোমকেশ’ এর সঙ্গে পাল্লা দিয়ে বক্সঅফিসে রাজ করছে মদনের ছবি।
কিন্তু জানেন কি প্রথম এই ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিয়েছেন কামারহাটি কালারফুল বয়? তৃণমূলের বর্ষীয়ান নেতার কথায়, অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি। পরিবর্তে কামারহাটিতে একটা অনাথ আশ্রম রয়েছে। সেখানে ৫০০ জন বাচ্চাকে খাইয়ে দেওয়ার কথা বলেছেন কামারহাটি বিধায়ক।
অভিনেতা মদন মিত্রকে নিয়ে পরিচালকের দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেশ পাকা অভিনেতা। সিনেমায় নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছে কামারহাটির বিধায়ক। চরিত্রের নাম সুবিমল রায়। তিনি জানিয়েছেন, ইচ্ছা আছে রাজ্যের বেশ কয়েকটি হলে গিয়ে এই সিনেমা দেখার। 'ওহ লাভলি'- হিট হোক তা চান মদনও।