'চিরদিনই তুমি যে আমার'সিনেমা করতে গিয়ে মিলেছিল দু'টি মন । সাত পাকে বাঁধা পড়েন দু'জনে । দুই থেকে তিন হয়েছেন । কিন্তু, একটা সময়ের পর ভেঙে যায় তাঁদের সম্পর্ক । তারপর কেটে গিয়েছে বেশ কয়েকবছর । সম্প্রতি,দু'জনকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে রাহুল-প্রিয়াঙ্কার । টলিপাড়ায় জোর গুঞ্জন, মনোমালিন্য দূর করে ফের এক হচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা ।
সম্প্রতি, রাহুল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন । আর তা দেখেই যত জল্পনা । ছবিতে দেখা যাচ্ছে, রাহুল ও প্রিয়াঙ্কা বসে রয়েছেন । দু'জনেই কালো পোশাক পরেছেন । মাঝে তাঁদের একরত্তি সহজ । ক্যাপশনে রাহুল লিখেছেন, 'ত্রয়ী' । অভিনেতার এই লেখাই সমস্ত জল্পনাকে উস্কে দিয়েছে । তাহলে কি সত্যিই, সমস্ত বিবাদ মিটিয়ে কাছাকাছি আসছেন রাহুল-প্রিয়াঙ্কা ? এই বিষয়ে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রাহুল । 'লালকুঠি'-র বিক্রম জানিয়েছেন, এই বিষয়ে তাঁদের তরফ থেকে কোথাও কোনও বার্তাই যায়নি । সারা দিন এই নিয়ে চর্চা করার মতো সময় তাঁর নেই । অভিনেতা সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তিনি তাঁর অভিনয় নিয়ে ব্যস্ত ।
বেশ কয়েকমাস ধরেই রাহুল-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যাচ্ছে । আসলে, রাহুল তাঁর প্রথম পরিচালিত ছবি ‘কলকাতা ৯৬’-এ ছেলে সহজকে কাস্ট করেছিলেন । সেই জন্যই দু'জনকে ফ্রেমবন্দী হতে দেখা গিয়েছে বহুবার । সেইসব ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল । এই মুহূর্তে 'লালকুঠি' ধারাবাহিকে দেখা যাচ্ছে রাহুলকে । অন্যদিকে, প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা 'মানবজমিন' মুক্তি পাবে পরের বছর জানুয়ারি মাসে । এছাড়া, অঙ্কুশের সঙ্গে আরও একটা সিনেমার শুটিং করছেন প্রিয়াঙ্কা ।