যে কোনও ছবিতেই নিজের সব টুকু প্রতিভা নিংড়ে দিতে কসুর করেন না যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)। সে কথাই আরও একবার প্রমাণিত হল। প্রকাশ পেল দক্ষিণী ছবি টাইগার নাগেশ্বর রাও-এর (Tiger Nageswara Rao) যিশুর ফার্স্ট লুকের পোস্টার। যেখানে যিশুর 'ভয়ঙ্কর' লুক দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা।
পোস্টারটি শেয়ার করেছেন যিশু। তাঁর চরিত্রের নাম সিআই মৌলি। ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের উর্দি পরে এগিয়ে আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। পাট পাট করে চুল আঁচড়ানো। তাঁর একটি চোখের মণি সাদা। তাঁর হাতে রয়েছে পিস্তল। আর তাঁর পিছনে রয়েছে বড়সড় কোনও বিস্ফোরণের দৃশ্য। যা দেখে বোঝাই যাচ্ছে ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন যিশু। অভিনেতার 'ভয়ঙ্কর' এই লুক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন - ডাইস্টোপিয়ান যুগে টাইগার, কৃতি, গণপথ-এর অ্যাকশন প্যাকড টিজার প্রকাশ্যে
টাইগার নাগেশ্বর রাও একটি তেলেগু অ্যাকশন থ্রিলার ছবি। ছবিটির পরিচালনায় রয়েছেন ভামসি এবং প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রবি তেজা। পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন নূপুর স্যানন, যীশু সেনগুপ্ত, গায়ত্রী ভরদ্বাজ প্রমূখ। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।