টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তের মুকুটে নয়া পালক। দুবাইয়ের বুর্জ খালিফার ভেসে উঠল অভিনেতা যীশু সেনগুপ্তের মুখ। যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন যীশুর অনুরাগীরা।
বাঙালি অভিনেতা হিসেবে যীশুই প্রথম যার ছবি দেখা গেল বুর্জ খালিফাতে। আসলে এই দিন বুর্জ খালিফায় CCL অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লিগের দশম মরশুমের ঝলক দেখানো হয়। সেখানেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে যীশুর ছবি ভেসে ওঠে।
আরও পড়ুন - 'ভালবাসিইইইই', প্রয়াত স্বামীর সঙ্গেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন টলিপাড়ার অভিনেত্রীর
এই দৃশ্যের সাক্ষী থেকেছেন খোদ যীশু। তাঁর সঙ্গে ছিলেন সোনু সুদ আর আল্লু। যীশু ছাড়াও এদিন সলমন খান, সোহেল খান, আল্লু অর্জুন, সোনু সুদদেরও ছবিও দেখা গিয়েছে।
শাহরুখের জন্মদিনে বুর্জ খালিফায় ভেসে ওঠে তাঁর মুখ। কিংবা তাঁর ছবি রিলিজের সময়ও বুর্জ খালিফায় দেখা মেলে ট্রেলার এবং টিজারের। এবার সেই বুর্জ খালিফাতেই দেখা মিলল যীশু সেনগুপ্তের ছবি।