জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সাদাকালো ছবি। ক্যাপশনে লেখা 'না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা', এমন পোস্ট দেখে আমার আপনার মতোই আঁতকে উঠেছিলেন অভিনেতা নিজেও। তারপর নিজের 'মৃত্যু সংবাদ' আবার নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। আসলে অভিনেতার ভুয়ো মৃত্যু সংবাদ রটেছিল, তা দেখে নিজেই সেই পোস্ট শেয়ার করে জয়জিৎ মজা করেই লেখেন, 'তাহলে কি আমি ভূত?! এই খবর যে করেছে তার ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি আমার ইন্সুরেন্স গুলো ম্যাচুওর করবে?'
অভিনেতাদের নিয়ে এমন ভুয়ো খবর আগেও বহুবার রটেছে। তবে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবে বিভিন্ন খবর প্রায়শই সামনে আসে যার কোনও সত্যতা যাচাই করা হয় না। এবং ভিউজের লোভে অধিকাংশ ক্ষেত্রেই এমন অনেক কিছু দেখানো হয় বা বলা হয় যা মিথ্যে। এর আগে রঞ্জিত মল্লিককে নিয়েও রটেছিল এমন খবর।