ফড়িং ও ব্যাঙ্কবাবুর যাত্রায় ইতি পড়েছে। টানা পাঁচ মাস পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন ফড়িং ওরফে অভিনেত্রী খেয়ালি মণ্ডল (Kheyali Mondal)। টলিপাড়ার অন্দরের খবর, অভিনেতা অনুভব কাঞ্জিলালের (Arnab Kanjilal) বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এই প্রথম ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন অর্ণব।
শোনা যাচ্ছিল, এই ধারাবাহিকে অর্ণবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়কে। নয়নতারা সিরিয়ালে যার অভিনয় মন কেড়েছিল দর্শকদের। তবে, ইন্ডাস্ট্রির অন্দরে খবর, হিয়া নয়। বদলে গিয়েছে নায়িকা হিয়ার বদলে দেখা যাবে অভিনেত্রী খেয়ালি মণ্ডলকে।
আরও পড়ুন - তাঁকে নিতে বড় বাজেটের প্রয়োজন, মেগাতে ফেরার প্রসঙ্গে অকপট অপরাজিতা
নতুন এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছে 'স্ক্রিন প্লেয়ার্স'। ইতিমধ্যেই সিরিয়ালের লুক সেট হয়ে গিয়েছে বলেই খবর। শ্রাবণ মাস কাটলেই প্রোমোর শুট হওয়ার কথাও রয়েছে।