ডায়েট যতই থাকুক, বাঙালির কিন্তু আবার ভাত ছাড়া ঠিক চলে না । মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ক্ষেত্রেও অনেকটা তাই । প্রায়ই হয়তো কড়া ডায়েটের জন্য ভাত খেতে পারেন না, কিন্তু সুযোগ পেলে পান্তা ভাতে জল ঢেলে খেতেও ভালবাসেন মিমি । সম্প্রতি, এক ভিডিওতে প্রকাশ্যে এল মিমির পছন্দের তালিকায় থাকা পাঁচ ধরনের ভাতের পদ (Mimi Chakraborty fabourite rice dishes) ।
মিমি আসলে কোনও একটি বেসরকারি চালের সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন সম্প্রতি । সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়,ভাতের কোন পাঁচ পদ মিমির খেতে খুব ভালোবাসেন । পাঁচটি পদের তালিকায় রয়েছে, পোলাও, ফ্রায়েড রাইস, পান্তা ভাত জল ও পেঁয়াজ দিয়ে, ভাত ভাজা (লঙ্কা ও পেঁয়াজ দিয়ে ভাজা), সুসি ।
মিমি চক্রবর্তী খেতে ভালবাসেন । বিশেষ করে কোনও অনুষ্ঠান কিংবা দুর্গাপুজোয় বেশিরভাগ ক্ষেত্রে 'নো ডায়েট' অনুসরণ করেন । বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ মিমির। চিজ, ঘি-ও তাঁর বিশেষ পছন্দের । আর মিষ্টি তাঁর প্রাণের থেকেও প্রিয় । তাই মিষ্টি দেখলে কোনও মতেই নিজেকে সামলে রাখতে পারেন না । প্রয়োজনে দু ঘণ্টা বেশি শরীরচর্চা করতেও তিনি রাজি । তবু মিষ্টি তাঁর চাই-ই চাই ।