সন্ধে ৬ টা বাজলে আর টেলিভিশনের পর্দায় দেখা যাবে না মিঠাইকে। কারণ মিঠাইয়ের শুট শেষ। বুধবার শেষ বারের মতো প্যাকআপ হয়েছে এই ধারাবাহিকের। চোখে জল, মুখে হাসি নিয়ে শেষ দিয়ের শুটিং শেষ করেছেন কলাকুশলিরা। আর এই শেষ দিনের শ্যুটে আরও একবার শুরুর দিনগুলির স্মৃতি উসকে দিলেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা। সবাই গেয়ে উঠলেন মিঠাইয়ের অতিপরিচিত টাইটেল ট্র্যাকটি।
মিঠাইয়ের ভাসুর সোম অর্থাৎ অভিনেতা ধ্রুবর প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যে ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে মিঠাইয়ের অতি পরিচিত টাইটেল ট্র্যাকটি। আর তাতে লিপসিং করছেন মোদক পরিবারের সকলে। রয়েছেন, সিড, মিঠাইও।
মিঠাই এপ্রিল মাসেই শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। মিঠাই-এর প্রতিটা পোস্টের নিচেই দর্শকদের আর্জি ছিল ধারাবাহিক যেন শেষ না হয়। পরে ভক্তদের অনুরোধেই সেট ভাঙা পড়ার পরেও নতুনভাবে শুরু করেছিলেন নির্মাতারা। কিন্তু এবার সত্যি সত্যিই পর্দা পড়ছে মিঠাইয়ের। ৩১ মে শেষ শ্যুটিং হয়ে গিয়েছে মিঠাইয়ের।