উৎসবের কলকাতার উত্তাপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে তিলোত্তমায় পা রেখেছেন রোনাল্ডিনহো। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমিতে মহালয়া থেকেই স্টারকাস্টদের ছড়াছড়ি। ব্রাজিলের জার্সি পরে ফুটবলের কিংবদন্তি তারকাকে একটিবার দেখতে উপচে পড়া ভিড়। ফুটবলারের সঙ্গে এক ফ্রেমে বন্দি হলেন বাংলার ‘লেডি’ গোয়েন্দা মিতিন মাসি। পরিচালক অরিন্দম শীল, মিতিন মাসি এবং রোনাল্ডিনহো- এক ফ্রেমে। অভিনব কায়দায় নিজের আসন্ন ছবির প্রচার সারলেন কোয়েল।
A holy conspiracy: ফ্রান্সের মাটিতে পুরস্কৃত সৌমিত্র এবং নাসিরুদ্দিন অভিনীত দ্য হোলি কন্সপিরেসি
এদিন শ্রীভূমিতে ফের একবার প্রমাণ হয়ে গেল, বাঙালি চিরকালই ফুটবল প্রেমী। ১০ নম্বর জার্সি গায়ে অনুরাগীদের নাচ দেখে পা ঠুকে কিছুক্ষন তাল দিলেন রোনাল্ডিনহো। তারপর নিজেই নেমে পড়লেন নাচতে। দুর্দান্ত সাম্বার ছন্দে মাতলেন হাজার হাজার মানুষ। এদিকে ১৯ অক্টোবর একগুচ্ছ ছবির মুক্তি। একই দিনে মুক্তি পেতে চলেছে মিতিন মাসিও। শেষ সময়ের প্রচারে ব্যস্ত কোয়েল অরিন্দম।