এবার ‘হুব্বা’ (Hubba) আসছে টলিউডে। তা এই হুব্বাটা কে জানেন? ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম (Mosharraf Karim )। আসলে এই চরিত্র নির্মাণ করছেন পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu)। নয় দশকে হুগলির ত্রাস ছিল হুব্বা শ্যামল। তাঁর এতটাই প্রভাব ছিল অন্ধকার দিকে যে লোকে তাঁকে ‘দাউদ ইব্রাহিম’ বলেও ডাকত গোপনে। খুন , অপহরণ, মাদক সহ তাঁর ঘাড়ে ঝুলছে মোট ৩০ টি কেস, প্ৰচলিত আছে ‘হুব্বা ‘র নাকি ৭০ টি মোবাইল ফোন ছিল। প্রায় তিন বার পুলিশে হাতে ধরা পরেও জামিনে মুক্তি পায় সে। এরপর ২০১১ সাল থেকে এই ‘মস্তান’ নিখোঁজ। এই নিয়েই এগোবে ছবির গল্প। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত।
Father's day-Bollywood: বলিউডের 'বাপ কা বেটা', বাবা-ছেলের এই জুটিরা রাজ করেছেন বিনোদন জগতে
ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেনখুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবিটি। নিখুঁত মেক-আপে সাজানো হয়েছে বাংলাদেশের অভিনেতাকে। অভিনেতার চেহারায় ছিঁচকে ভাব আর অন্ধকার দুনিয়ার প্রতিপত্তিশালী ডনের ছাপ- দুই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সঙ্গে মোশারফের দুর্দান্ত অভিনয় ছবিকে অন্য মাত্রা দেবে বলেই আশা করছেন পরিচালক এবং প্রযোজক।