ছেলে কবীরের সঙ্গে চুটিয়ে বড়দিনের ছুটি কাটালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন নায়িকা ।
২৫ ডিসেম্বর সকাল থেকেই বাচ্চাদের সঙ্গে 'কিডস পার্টির' আনন্দে মেতেছিল চার বছরের কবীর । শুধু তাই নয়, সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে ক্রিসমাস কেক বানিয়েছে সে । আবার নিজের বাড়ির বাগানে মায়ের সঙ্গে ক্রিসমাস ট্রি সাজাতেও দেখা গিয়েছে তাকে ।
আরও পড়ুন - বড়দিনের সন্ধেয় রাজ -শুভশ্রী, জমজমাট ক্রিসমাস সেলিব্রেশন
কোয়েলের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, বাবা-মা রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিক ও স্বামী নিসপাল সিং-কেও । এবছরের ক্রিসমাস পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন টলি পাড়ার অভিনেত্রী কোয়েল মল্লিক।