সন্ত্রাসবাদ নিয়ে ফের সিনেমা তৈরি হচ্ছে টলিউডে (Tollywood) । পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের আগামী ছবির নাম 'জয় হিন্দ' (Jai Hind) । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta) ।
একদিকে, জঙ্গি সংগঠনের সদস্য আনওয়ার আহমেদ জায়েদের নেতৃত্বে পরপর বিস্ফোরণ । অন্যদিকে, শহরবাসীকে বাঁচানোর জন্য এটিএস অফিসার ইমতিয়াজ কবীরের লড়াই দেখা যাবে এই সিনেমায় । জানা গিয়েছে, প্রধান অ্যান্টাগনিস্টের রোলে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত । এটিএস-এর চিফ অফিসারের রোলে শতাফ ফিগার । এছাড়া, কাস্টিংয়ে নাকি আরও চমক থাকছে ।
আরও পড়ুন, Belashuru : প্রকাশ্যে 'বেলাশুরু' ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম লুক
‘জয় হিন্দ’-এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন দেবারতি ভৌমিক । প্রযোজক রূপক চট্টোপাধ্যায় । শোনা যাচ্ছে, কলকাতার কিছু বস্তি অঞ্চলে এই ছবির শুটিং হবে ।