পরনে লাল শাড়ি, টিউব টপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল কাঁচের চুড়ি, খোলা চুল । ঠিক যেন 'ম্যায় হু না' -র সুস্মিতা সেন (Sushmita Sen) । ব্যাকগ্রাউন্ডে বাজছে 'তুমসে মিলকে দিল কা ইয়ে হাল' (Tumse Milke Dil ka Yeh hal)-এর মিউজিক । মুহূর্তেই নুসরত (Nusrat Jahan) হয়ে উঠলেন শাহরুখের নায়িকা,'ম্যায় হু না' -র সুস্মিতা সেন । আর তাঁর এই রূপেই মজেছে নেটদুনিয়া ।
সদ্য কলকাতা থেকে ঘুরে গিয়েছেন শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে । কিন্তু,সেখানে দেখা যায়নি নুসরতকে । আসলে,দিল্লিতে শীতকালীন অধিবেশনে গিয়েছিলেন নুসরত । তাই তিনি চলচ্চিত্র উৎসবে থাকতে পারেননি । শাহরুখের সঙ্গে দেখাও হয়নি । এবার কিং খানের নায়িকা সাজলেন তিনি । সুস্মিতা সেনের লুক একেবারে হুবহু অনুকরণ করেছেন
। এই ছবির গান 'তুমসে মিলকে দিল কা ইয়ে হাল'-এর সঙ্গে একটি ছোট্ট রিল ভিডিয়ো বানিয়ে সুস্মিতা লিখেছেন, "লাল শাড়ি, এসআরকের গান,ড্রিম মোড চালু করার সময় এসেছে ।"
নুসরত সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ । প্রায়ই নতুন লুকে রিল ভিডিও বানাতে দেখা যায় তাঁকে । প্রচুর ছবিও পোস্ট করেন । সেসবের জন্য অবশ্য ট্রোলও কম হন না নায়িকা । যদিও, কোনওদিন সেসবে বিশেষ কান দেন না নুসরত। বরং সপাট জবাবে বারংবার নেটিজেনদের মুখ বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। যতবার কটাক্ষ এসে গায়ে লেগেছে তাঁর, ততবারই ঢালের মতো নিজের কাজ দিয়ে তা ঠেকিয়েছেন তিনি।