অন্য কারও প্রেমে পড়েছেন নুসরত (Nusat Jahan) ! আজকাল তাঁকে গাইতে শোনা যাচ্ছে, 'মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়'। তবে, তা যশের (Yash Dasgupta) উদ্দেশে নয়, অন্য কারও জন্য মন পাগল হয়ে উঠেছে নুসরতের । তাহলে কি যশ অতীত ? দিন কয়েক আগেও তো সব ঠিকঠাকই ছিল দু'জনের মধ্যে । তাহলে হলটা কী ? আসলে, নুসরতের (Nusrat Jahan food video) এই প্রেমের গান কোনও মানুষকে উদ্দেশ্য করে নয় , শুধুমাত্র খাবারের জন্য । ডায়েট ভুলে খাঁটি বাঙালি খাবার, ডাল-ভাতেই মজলেন নুসরত ।
সকলেরই ধারণা, নায়িকা মানেই কড়া ডায়েট । খাবারে তো 'ভাত'-এর নো এন্ট্রি । এক্ষেত্রে নুসরত কিছুটা হটকে । সবসময় কড়া ডায়েট মেনে চলেন না । নুসরত যে খেতে ভালবাসেন, সে কথা সকলের জানা । সম্প্রতি, অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল । ভিডিওতে দেখা গেল একটি প্লেটে ভাত বেড়ে নিচ্ছেন নুসরত, সঙ্গে ডাল...বারবার তার ঘ্রাণ নিচ্ছেন । ব্যাকগ্রাউণ্ডে বাজছে প্রেমের গান ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’। ভাত-ডালের জন্য যে তিনি কতটা পাগল, সেটা বোঝাই গেল ।
নুসরতের এই ভিডিওতে কমেন্ট করেছেন 'বুনু' মিমি চক্রবর্তী । মিমির কাছে ভাত-ডাল 'সবথেকে দারুণ খাবার' । অনেকে আবার লিখেছেন ডাল-ভাতের সঙ্গে ডিম সেদ্ধ বা ভাজা হলে মন্দ হতো না । নুসরত আবার তাতে যোগ করেছেন আলুসিদ্ধ ।
নুসরত সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব অ্যাক্টিভ । প্রায়ই নতুন লুকে রিল ভিডিও বানাতে দেখা যায় তাঁকে । প্রচুর ছবিও পোস্ট করেন । সেসবের জন্য অবশ্য ট্রোলও কম হন না নায়িকা । যদিও, কোনওদিন সেসবে বিশেষ কান দেন না নুসরত। বরং সপাট জবাবে বারংবার নেটিজেনদের মুখ বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। যতবার কটাক্ষ এসে গায়ে লেগেছে তাঁর, ততবারই ঢালের মতো নিজের কাজ দিয়ে তা ঠেকিয়েছেন তিনি।