মুক্তি পেয়েছে মদন মিত্রের (Madan Mitra) অভিনীত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছবি 'ওহ লাভলি'। এই ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ছবি মুক্তির দিন বিধানসভায় গেলেও এদিন সোশ্যাল মিডিয়ায় 'তোকে নিয়ে বিলেত যাব' গান গেয়ে ছবির প্রচার সেরেছেন তিনি।
তাঁর ছিল পরনে ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি আর চোখে ছিলরে-ব্যানের সানগ্লাস। এই লুকেই নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভার্চুয়াল প্রচার সারলেন মদন মিত্র।
আরও পড়ুন - 'একটুও ভাল লাগেনি' মরণোত্তর কৃতি সম্মান পাওয়ার পর কেন এমন বললেন ঐন্দ্রিলার মা?
তিনি জানিয়েছেন, এই ছবিতে ঋক এবং রাজনন্দিনীর জুটির পাশাপাশি তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় আর লাবনী হালদারকে। এমনকি তিনি জানিয়েছেন, এই ছবিতে একটিও অশ্লীল শব্দ ব্যবহার করা হয়নি।