অঙ্কুশ হাজরার প্রযোজনায় আসছে আসন্ন ছবি ‘মির্জা’ ছবির নায়িকা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) । একজন মাছ বিক্রেতা মুসকানের চরিত্রে দেখা আজবে নায়িকাকে, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর ফার্স্ট লুক। সুমিত সাহিল পরিচালিত এই ছবির শুটিং শুরু হচ্ছে মঙ্গলবার থেকেই।
Zareen Khan: প্রতারণার অভিযোগ ছিল, শিয়ালদহের আদালতে আত্মসমর্পণ সলমনের নায়িকা জারিন খানের
অঙ্কুশের ছবি শুনেই মির্জা করতে রাজি হয়েছিলেন ঐন্দ্রিলা , পরে যদিও তাঁর চরিত্রটিও বেশ পছন্দ হয়। ছবির শ্যুটিং শুরুর আগে থেকেই নার্ভাস অভিনেত্রী। কিন্তু কেন? ঐন্দ্রিলা জানান, ‘’সবাই ভাববে, প্রেমিকা বলেই আমি সুযোগ পেয়েছি। তাই নিজেকে প্রমাণ করার তাগিদটা আরও বেশি’’। অঙ্কুশ জানান, ঐন্দ্রিলা না রাজি হলে শুভশ্রী বা মিমিকে প্রস্তাব দিতেন এই চরিত্রের জন্য।