এতদিন টলিপাড়ার পরমের নামের আগে জুড়ে যেত ‘এলিজেবল ব্যাচেলার’ শব্দটি। কিন্তু সোমবার সাতসকালেই পাওয়া গিয়েছে সুখবর। আর জল্পনা নয় , সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন পরম। পাত্রী পিয়া চক্রবর্তী। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে এর আগেও একবার পরমের বিয়ের খবর রটেছিল। তখন যদিও দুজনেই সেকথা অস্বীকার করেছিলেন। কিন্তু এবার সেইটেই হল সত্যি। রেজিস্ট্রি করে ২৭ নভেম্বর চার হাত এক হতে চলেছে এই জুটির।
তবে এর আগেও একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে পরমের। যদিও তার একটাও বেশিদিন স্থায়ী হয়নি। ফরাসি প্রেমিকা ইকার সঙ্গে বেশ কয়েক বছর সিরিয়াস সম্পর্কে ছিলেন পরম। ইকা পেশায় একজন চিকিৎসক। পরমব্রত ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন বিষয়ে ইংল্যান্ডে পড়তে গেলে তাঁদের পরিচয় হয়। পরমের সঙ্গে দীর্ঘদিন লিভইন সম্পর্কেও ছিলেন ইকা।
এর আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গেও পরমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। শোনা যায়, ‘ব্রেক ফেল’ ছবির সেটে পরমব্রত ও স্বস্তিকার সম্পর্ক শুরু হয়েছিল। ২০১০ সালেই যদিও সেই সম্পর্ক শেষ হয়ে যায়।
একটা সময়ে পরমব্রতর সঙ্গে রাইমা সেনের মাখোমাখো প্রেম নিয়ে টলিপাড়া সরগরম ছিল। হঠাৎ করে কেন সেই প্রেম ভেঙে গেল তা এখনও অনেকের অজানা। কিন্তু একাধিক ছবিতে তাঁদের রসায়ন চোখে লেগে রয়েছে বাঙালির।