পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় (Parambrata-Swastike) । অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, দু'জনের রসায়ন নিয়ে একসময় কম চর্চা ছিল না টলিউডে । তবে, মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । বহুদিন পর্দাতেও সেভাবে আর দেখা যায়নি এই জুটিকে । তবে পরম-স্বস্তিকার অনুরাগীদের জন্য সুখবর । বহু বছর পরে ফের একসঙ্গে ক্যামেরাবন্দি হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় (Parambrata-Swastika to share screen) । অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি 'শিবপুর' (Shibpur)-এ দেখা যাবে তাঁদের ।
অরিন্দমের এই ছবি একটি রাজনৈতিক থ্রিলার (Political Thriller) । আশির দশকে বাম-কংগ্রেস সন্ত্রাস, হিংসার ছবি দেখানো হবে সিনেমায় । অরাজক পরিস্থিতিতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর ভূমিকাকেও তুলে ধরা হবে । জ্যোতি বসুর চরিত্রে অভিনয় করতে পারেন শুভাশিস মুখোপাধ্যায় । এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মমতাশঙ্কর, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় । সিনেমার শুটিং শুরু হবে ৮ জুলাই । ৪ এবং ৫ জুলাই অভিনেতাদের লুক সেট হবে বলে জানা গিয়েছে । শিবপুর সংলগ্ন এলাকা এবং নবান্ন থেকে কয়েক কিলোমিটার দূরে শুটিং হবে ।
আশির দশক, শিবপুর । প্রায়ই চার-পাঁচ জন নিরীহ মানুষ খুন হতেন । বাম-কংগ্রেস রাজনৈতিক হিংসা অশান্ত করে তুলেছিল এলাকা । সন্ধের বাইরে কেউ বাড়ির বাইরে পা দিতেন না । সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু । সঙ্গে আইপিএস অফিসার সুলতান সিংহ । তাঁদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন আরও এক জন নারী । সেই সময়কেই তুলে ধরা হবে এই সিনেমায় । সুলতান সিংহের চরিত্রেই দেখা যাবে পরমব্রতকে । আর ওই নারীর ভূমিকায় স্বস্তিকা ।
বহু বছর পর পরমব্রত ও স্বস্তিকাকে একসঙ্গে এনে বড় চমক দিতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য । তবে, জুটিতে দেখা যাবে না তাঁদের । পরিচালকের কথায়, এই সিনেমায় প্রেমের কোনও জায়গাই নেই । এর আগে একসঙ্গে 'শাহজাহান রিজেন্সি', 'হেমন্তের পাখি', 'ভূতের ভবিষ্যৎ','মাছ মিষ্টি অ্যান্ড মোর'-এর মতো বহু সিনেমায় কাজ করেছেন স্বস্তিকা-পরমব্রত ।