দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়েছেন টলিপাড়ার চেনা মুখ অভিনেত্রী পৌষমিতা গোস্বামী। ১০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে, প্রয়াত হন তাঁর স্বামী অর্ণব রায়। এই অকালপ্রায়ণ, অল্প দিনেই অভিনেত্রীর জীবন ছারখার করে দিয়েছে। তবে জীবন কী আর থেমে থাকে? শোক বুকে করেই কাজ শুরু করেছিলেন অভিনেত্রী।
Poonam Pandey: মিথ্যে হল 'মৃত্যু', স্বমহিমায় ভিডিয়ো শেয়ার করে পুনম জানালেন, 'বেঁচে আছি, সুস্থ আছি'
২ ফেব্রুয়ারি ছিল তাঁদের বিয়ের দিন, স্বামীকে ছাড়াই বিবাহবার্ষিকী উদযাপন করলেন পৌষ। স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে এদিন পৌষমিতা লিখলেন, ‘নেহ, এবার আমিই আগে পোস্ট করলাম। শুভ বিবাহবার্ষিকী মাম্মাম Arnab Roy, ভালবাসিইইইইইইইইইইইইইইইইইইই।’ এরপর স্বামীর প্রোফাইল থেকে নিজেই নিজের কমেন্টের উত্তর ও দেন অভিনেত্রী। এমন দিনে দুঃখ পেতে নারাজ তিনি। পৌষ আরও লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ, এই মন ভাল করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না।’