দুর্গাপুজোয় কোথায় পেটপুজো করবেন ভেবেছেন ? না ভেবে থাকলে, এবারের পুজোয় ঠিকানা হোক 'বৌদি ক্যান্টিন' (Boudi Canteen) । সেরকমই পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) । এমনকী, এই 'বৌদি ক্যান্টিন'-এর মালিকও কিন্তু শুভশ্রীই । সঙ্গে রয়েছেন দুই জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । ব্যাপারখানা কী ?
এ ঘটনা আসলে বাস্তবে নয়, সিনেমার পর্দায় ঘটতে চলেছে । এই সবটাই পরমব্রতর নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'-কে কেন্দ্র করে । রবিবারই মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার । পোস্টারে একটি ফুড ট্রাকে প্রত্যেকটি চরিত্রকে দেখা যাচ্ছে । শুভশ্রীর মাথায় রয়েছে শেফের টুপি । হাতে খুন্তি । তাঁর পাশে রয়েছেন পরমব্রত এবং অনসূয়া মজুমদার । নিচে মেনুকার্ড হাতে ধরে রয়েছেন সোহম চক্রবর্তী । পরিচালনার পাশাপাশি ‘বৌদি ক্যান্টিন’-এ অভিনয়ও করেছেন পরমব্রত ।
আরও পড়ুন, New Tele Serial : ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে আসছে 'ইন্দ্রাণী', বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক অঙ্কিতার
এই ছবি একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর উত্থানের গল্প বলবে । মূলত, নারীশক্তির উত্থানের গল্প বলবে । ছবির শুটিং প্রায় শেষ । কলকাতাতেই শুটিং হয়েছে । সব ঠিক থাকলে পুজোতেই বড়পর্দায় আসতে চলেছে শুভশ্রীর 'বৌদি ক্যান্টিন'। ‘হাবজি গাবজি’-র পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে পরমব্রত ও শুভশ্রীকে ।