প্রেম দিবসে (Valentine's Day) বিয়ের ঘোষণা ! এই বিয়ে যে সে বিয়ে নয় । টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) সাত পাক ঘুরবেন ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সঙ্গে । বিয়ের কার্ডও একেবারে তৈরি । ভ্যালেন্টাইন্স ডে-র সকালবেলায় বুম্বাদা নিজেই তাঁদের বিয়ের কার্ড প্রকাশ্যে এনেছেন ।
ডিজিটাল যুগে ডিজিটাল আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুম্বা দা । যেখানে পরিষ্কার লেখা রয়েছে, দুজনেই বিয়ে করছেন । কার্ডে লেখা, 'বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি । প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা । গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই ।' বিয়ের ঘটকালির দায়িত্বে রয়েছে প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee) । আর পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম । তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা । প্রসঙ্গত, প্রসেনজিতের পেশাগত সমস্ত কাজ সামলান মোহর। একই ভাবে ঋতুপর্ণার ম্যানেজার শর্মিষ্ঠা ।
আরও পড়ুন, Nusrat Jahan: নুসরতের প্রেম দিবস, 'ভ্যালেন্টাইন' যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার ইন্সটায়
সবতো হল, কিন্তু আসল ব্যাপারটা কী বলুন তো ? বিষয়টা হল ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন ঋতুপর্ণা-প্রসেনজিত । পরিচালক সম্রাট শর্মার নতুন ছবির (New Bengali Movie) নায়ক-নায়িকা তারাই । এদিন সকালে সেই ছবিরই এমন অভিনব ঘোষণা করলেন অভিনেতা । ছবির বিষয় কিংবা শ্যুটিং নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না কেউই ।