'দৃষ্টিকোণ'-এর পর 'অযোগ্য' হয়ে আবারও তাঁরা পর্দায় ফিরছেন । আগামী মাসেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি 'অযোগ্য'। পয়লা বৈশাখেই ঘোষণা করা হয়েছিল ছবি মুক্তির তারিখ । এবার সামনে এল সিনেমার মোশন পোস্টার । যেখানে জুটিতে নজর কাড়লেন 'প্রাক্তন' জুটি ।
মোশন পোস্টারে কর্পোরেট লুকে দেখা গেল প্রসেনজিৎ-কে । একমুখ দাঁড়ি, শার্টের উপ ব্লেজার চাপানো প্রসেনজিতের চোখের চাহনিতে রহস্য । শাড়ি-সিঁদুরে গৃহবধূর বেশে ধরা দিলেন ঋতুপর্ণা। অভিনেত্রীর চোখে-মুখে বিরক্তির ছাপ । সম্পর্কের টানাপড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে বরাবর প্রাধান্য পেয়েছে । এ ছবিতেও সেটাই দেখানো হবে বলে জানা গিয়েছে ।
ছবির ফার্স্ট লুক আগেই সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছিল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। ঋতুর পরনে লাল শাড়ি, মাথায় খোঁপা। আর কালো হাফ শার্ট এবং ডেনিমে পরে সামান্য দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন বুম্বা দা। পয়লা বৈশাখ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি 'অযোগ্য' মুক্তির তারিখ। ৭ জুন মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা ।